স্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: ব্যাটারী চালিত রিক্সা বন্ধের দাবিতে দিনব্যপাী ধর্মঘট আহবান করে কয়েক হাজার রিক্সা শ্রমিক গাজীপুর শহরে অবরুদ্ধ করে মানববন্ধন করেছেন।
রোববার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের প্রধান সড়ক গাজীপুর রাজবাড়ি রোডের দুই দ্বারে বিভিন্ন ব্যানার ফেষ্টুন নিয়ে মানববন্ধন করেন রিক্সা শ্রমিকরা। শহরের উনিশ চত্বর মুক্ত মঞ্চ থেকে পুলিশ সুপার কার্যালয় ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিয়ে তারা জোরপুকুর পর্যন্ত রাস্তার দুই দ্বারে মানববন্ধন করেন। এসময় রাস্তা দিয়ে চলাচল কারী কয়েকটি অটোরিক্সা ভাংচূর করেন রিক্সা শ্রমিকরা।
মানববন্ধন চলাকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জেলা প্রশাসকের নিকট একটি স্বারকলিপি দেয়া হয়।
গাজীপুর রিক্সা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব আঃ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুর রউফ নয়ন, সিপিবির গাজীপুর জেলার সভাপতি কমরেড মোঃ কাইয়ুম, রিক্সা শ্রমিক নেতা নজরুল ইসলাম, সাদন চন্দ্র দে প্রমূখ।