ঢাকা: নাইজেরিয়ায় লাসা জ্বরে এ পর্যন্ত ১০১ জন মারা গেছে। শনিবার এ তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
নাইজেরিয়ার সেন্টার ফর ডিজেজ কন্ট্রোল (এনসিডিসি) জানিয়েছে, গত আগস্ট মাসে এই ভাইরাসের প্রাদুর্ভাবের পর সবমিলিয়ে ১৭৫ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ১০১ জন।
বর্তমানে রাজধানী আবুজাসহ দেশের ১৭টি রাজ্য লাসা জ্বর ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে আবুজা ও লাওসসহ ১৪টি প্রদেশে মারা গেছেন ১০১ জন। তবে ১৭ কোটি জনগোষ্ঠী অধ্যুষিত দেশটিতে এই লাসা ভাইরাস নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।