ঢাকা: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না। আগামী নির্বাচনও শেখ হাসিনার অধীনেই হবে। বৃহস্পতিবার দুপুরে যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
আমু বলেন, তত্ত্বাবধায়ক সরকারের নামে আন্দোলন করে বিএনপি দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে চায়। তত্ত্বাবধায়ক সরকার আসলে দেখেছি এই সরকারের রূপ কি। পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের পরিপন্থী হয়ে সেনাবাহিনীর হাতে ক্ষমতা যায়।
মন্ত্রী অভিযোগ করে বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত মিলিয়ে তাদের বিচার বাধাগ্রস্ত করার অপপ্রয়াস চালাচ্ছে। এই ষড়যন্ত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, স্বাধীনতার বিরুদ্ধে।
যুবলীগের চেয়ারম্যান মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার মাসুদ প্রমুখ।