৩৪তম বিসিএস ‘ক্যাডারবঞ্চিতদের’ বিক্ষোভ, আটক ৩

Slider জাতীয়

 

2015_11_23_15_05_08_uXJTqWtY4JpJX2hi9q5olufW1BMt7H_original

 

 

 

 

ঢাকা: রাজধানীর শাহবাগে ৩৪তম বিসিএসের ফলাফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে সমন্বয়কসহ ৩ আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেয়। সেখান থেকে তুলে নিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। ঘটনাস্থল থেকে আন্দোলনের সমন্বয়ক নুরুল ইসলাম নুরসহ তিনজনকে আটক করে পুলিশ।

আন্দোলনকারী আমিনুল ইসলাম  বলেন, ‘আমরা ৩৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার ফলাফলের পর থেকে এর অসঙ্গতি নিরসনের জন্য আন্দোলন করে আসছি। আমাদের দাবি- এই ফলাফল বাতিল করে ৬৭২টি শূন্যপদে ৩৪তম বিসিএসের ফলাফলের ভিত্তিতে নিয়োগ দিতে হবে।’

পুলিশের রমনা জোনের এডিসি মো. ইব্রাহীম খান বলেন, ‘৩৪তম বিবিএসে ক্যাডার বঞ্চিতরা শাহবাগের রাস্তা বন্ধ করে দেয়। আমরা তাদেরকে এই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ না করে যথাযথ দাবি কর্তৃপক্ষের কাছে নিয়ে যেতে বলি। কিন্তু তারা রাস্তা থেকে সরে যেতে অস্বিকার করলে তাদের তিনজনকে থানায় নিয়ে এসে বাকিদের রাস্তা থেকে সরিয়ে দিই। তাদেরকে কোনো প্রকার লাঠি চার্জ করা হয়নি বলে তিনি দাবি করেন। তবে আটককৃতদের ছেড়ে দেয়া হবে।’

তবে আন্দোলনকারীদের দাবি, তাদের লাঠি চার্জ করা হয়েছে এবং পুলিশের হামলায় আহত একজন বারডেম হাসপাতালে ভর্তি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *