পড়শির ছবি আঁকার নেশা

Slider বিনোদন ও মিডিয়া

2016_02_05_20_26_14_QYIjK1svlqOEGZRBTMrc650KaYGT35_original

 

 

 

 

ঢাকা: সঙ্গীতশিল্পী পড়শির আরেক প্রতিভার পরিচয় মিললো! রঙ তুলির আচড়ে নিয়মিত ছবি আঁকেন তিনি। কখন ছবি আঁকেন? পড়শি জানালেন, অনেকে অবসরে মোবাইলে গেইম খেলে। কিন্তু আমি একটু অবসর পেলেই রঙ তুলি নিয়ে বসে পড়ি। নিজের মতো করে ছবি আঁকি। যখন খুব মেজাজ খারাপ হয়ে যায় তখনই আঁকতে বসি। আঁকার পরই মেজাজটা ভালো হয়ে যায়। প্রতিদিনেই রাতের বেলা কিছু না কিছু আঁকিই। একদিন পেইন্ট না করলে এখন ভালো লাগেনা।’ শিখলেন কার কাছে? ‘কারো কাছে নয়। একা একাই আঁকতে আঁকতেই শিখে গেছি।’

নির্দিষ্ট কোন থিম নিয়ে আঁকেন না তিনি। যখন যা মাথায় আসে তাই আঁকেন। লাইফস্টাইল খেকে ন্যাচার-সবই উঠে আসে তার চিত্রে। নিজের চিত্রকলা নিয়ে প্রদর্শনীর আয়োজনের ইচ্ছা আছে কিনা? ‘এক্সিবিশনের জন্য অনেকগুলো পেইন্টিংয়ের কালেকশন দরকার। আরো অনেক পেইন্টিং করতে হবে। তারপর দেখি এক্সিবিশন করা যায় কিনা।’ বললেন পড়শি।

উল্লেখ্য, সম্প্রতি ‘মার যায়ে’ শিরোনামে একটি হিন্দি গানে কন্ঠ দিয়েছেন তিনি। পাশাপাশি ব্যান্ডদল ‘বর্ণমালা’র সঙ্গে কয়েকদিন আগেই ফরিদপুরে পারফর্ম করে এসেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *