সিলেট : সিলেটে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৫টার দিকে নগরীর বালুচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গোলাগুলি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নীপু ও ছাত্রলীগ নেতা ছয়েফ আহমদ অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে আজ বিকেলে ছাত্রলীগ নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা একে অপরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
একপর্যায়ে সয়েফ অনুসারীরা নিপুর কার্যালয় ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। তবে এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’গ্রুপের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ বিষয়ে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।