গ্রাম বাংলা ডেস্ক: ছোটবেলা থেকেই সোনার প্রতি অদম্য ভাললাগা ছিল। অবশেষে ৪৫ বছরের জন্মদিনে পরার জন্য সোনার একখানা গোটা শার্টই বানিয়ে ফেললেন ভারতের মহারাষ্ট্রের এনসিপি (ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি) নেতা পঙ্কজ পারখ। চার কেজি ওজনের সোনার শার্টটির দাম ১.৩০ কোটি রুপি। মুম্বাই থেকে ২৬০ কিলোমিটার দূরের ইয়োলা মিউনিসিপ্যাল করপোরেশনের সদস্য পঙ্কজ পারখের জন্মদিন ছিল গতকাল শুক্রবার। এদিন বিশেষ পার্টিতে মহারাষ্ট্রের পর্যটনমন্ত্রী ছগন ভুজবল-সহ জনা বারো এমপি। সেখানেই সোনার শার্ট পরে সকলকে তাক লাগিয়ে দেন পঙ্কজবাবু।
ক্লাস এইটে পড়তে স্কুল ছেড়েছিলেন তিনি। তারপর শুরু করেন কাপড়ের ব্যবসা। ব্যবসায়ী হিসাবে এখন তিনি প্রতিষ্ঠিত। তারপর শরদ পাওয়ারের ন্যাশনাল কংগ্রেস পার্টিতে যোগ। এখন ব্যবসার পাশাপাশি রাজনীতিতেও তার সমান বিচরণ।
পঙ্কজবাবু জানালেন, ‘আমার যখন পাঁচ বছর বয়স, স্কুলে পড়ি তখন থেকে সোনার প্রতি আমার আকর্ষণ। আমার বিয়ে হয় ২৩ বছরে। তখনও বউয়ের থেকে আমার গায়ে বেশি গয়না দেখে লোকে অবাক হয়েছিলেন।’
জানা গেছে, টি শার্টটির ডিজাইন হয় নাসিকে। মুম্বইয়ের একটি সোনার দোকানে এটি তৈরি হয়। ২০ জন শিল্পী দুই মাসেরও বেশি সময় ধরে শার্টটি তৈরি করেছেন।
তবে পঙ্কজবাবু পরিষ্কার করে দিয়েছেন কোনো জালিয়াতির টাকায় এই শার্ট তিনি কেনেননি। নির্ধারিত আয়করই তিনি সবসময় দিয়ে এসেছেন। আর সমস্ত কাগজপত্রও তিনি দেখাতে পারেন।