চুলার ছিটকে পড়া তেলের আগুনে দগ্ধ হয়ে চা বিক্রেতার মৃত্যুর ঘটনায় রাজধানীর শাহআলী থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের চারজনের মধ্যে দুইজন এসআই, একজন এএসআই ও একজন কনস্টেবল। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। এর আগে গতকাল বুধবার রাতে মিরপুরের শাহআলী এলাকায় পুলিশের লাঠির আঘাতের জেরে চুলার আগুনে চা বিক্রেতা বাবলু দগ্ধ হন; আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।