শ্রীপুরে ৬ কোটি টাকা মূল্যের বন ভূমি উদ্ধার

কৃষি, পরিবেশ ও প্রকৃতি গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

DSC07144
শারমিন সরকার
ব্যুারো চীফ
গ্রাম বাংলা নিউজ২৪.কম
শ্রীপুর অফিস: শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা গ্রামে শ্রীপুর বন কর্মীরা অভিযান চালিয়ে জবর দখলে থাকা প্রায় ৬ কোটি মূল্যের জমি উদ্ধার করেছে।

শনিবার দুপুরে ওই ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার বৈরাগীরচালা গ্রামের সবেদ আলী,জহিরুল হক ও আমজাদ খান বন বিভাগের গেজেট ভূক্ত প্রায় পৌনে দু’একর জমিতে পাকা বাড়ী নির্মান শুরু করে। খবর পেয়ে শ্রীপুর রেঞ্জের সদর বিট কর্মকর্তা শহিদুর রহমান ফোর্স নিয়ে শনিবার দুপুরে অভিযান চালিয়ে জমিটি জবর দখল মুক্ত করে। উদ্ধার হওয়া জমির বর্তমান বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।

জবর দলকারী জহিরুল জানায়,পৈত্রিক সূত্রে মালিক হয়ে এস এ ১৮৩৫ নং দাগের জমি তারা নামজারী ও জমাভাগ করে দীর্ঘ দিন ধরে ভোগ দখলে আছে। তাদের দখলীয় জমিতে বাড়ী নির্মান করছিল  বন বিভাগের লোকজন এসে তাদের নির্মান সামগ্রী নষ্ট করে নির্মান করা বিল্ডিং গুড়িয়ে দিয়েছে।

DSC07139

শ্রীপুর রেঞ্জের সদর বিট কর্মকর্তা শহিদুর রহমান জানান,জমিটি বন বিভাগের গেজেট ভূক্ত। বনের জমিতে জবর দখলকারীরা পাকা ও স্থায়ী ঘড়-বাড়ী নির্মানের খবর পেয়ে তা জবর দখল মুক্ত করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত বন বিভাগ বাদী হয়ে জবর দখলকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *