নরসিংদী : নরসিংদীতে হামিদুল ইসলাম সোহাগ নামে এক বিকাশ প্রতিনিধিকে গুলি করে এক লাখ ২৩ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বিকাশ প্রতিনিধিকে করা গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ হয়েছেন রাজন পাল নামের বাজারের এক ফল ব্যবসায়ী।
বুধবার দুপুরে শহরের বড় বাজারের ফলপট্টি এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাসেল মিয়া নামে একজনকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ব্যবসায়ীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাশ প্রতিনিধি সোহাগ শহরের বিকাশ এজেন্টদের কাছ থেকে টাকা সংগ্রহ করে অফিসে ফিরছিলেন। ফলপট্টি এলাকায় পৌঁছলে এক ছিনতাইকারী দল তার হাতে থাকা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে ছিনতাইকারীদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ হন রাজন পাল নামে বাজারের এক ফল ব্যবসায়ী।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহরের দত্তপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে রাসেল মিয়াকে আটকের পর পুলিশে সোপর্দ করেছেন ব্যবসায়ীরা। গুলিবিদ্ধ ব্যবসায়ী রাজন পালকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।