গ্রাম বাংলা ডেস্ক: যশোর শহর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুল মান্নানকে (৪৫) শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গুলি করে হত্যা করেছে দুবৃত্তরা। শহরের বেজপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি বেজপাড়া শহীদ মাহফুজ সড়কের আবদুল মজিদের ছেলে। তাদের গ্রামের বাড়ি সদর উপজেলার চাঁদপাড়া গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে তিনি বেজপাড়া তালতলা মোড় মসজিদে আসরের নামাজ পড়ে বেজপাড়া পিয়ারিমোহন রোডে তার নিজস্ব ঠিকাদারী প্রতিষ্ঠান এএম ট্রেডার্সে এসে বসেন। এ সময় অজ্ঞাত পরিচয় দুইজন দুর্বৃত্ত তার অফিসে ঢুকে কাছ থেকে তাকে একজন গুলি করে এবং অন্যজন শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। গুলি তার গলায় বিদ্ধ হয়। তিনি লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা বেরিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদেরকে ধাওয়া করলে তারা দুটি বোমা ছুড়ে মেরে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা বোমার ভয় না করে তাদেরকে বেশ কিছুদূর তাড়িয়ে নিয়ে গিয়েও ধরতে ব্যর্থ হন।
এদিকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে তিনি মারা যান। তার দুটি মেয়ে ও একটি ছেলে রয়েছে।
যশোর পুলিশের মুখপাত্র এএসপি রেশমা শারমিন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হত্যাকারীদের ধরার ব্যাপারে অভিযান শুরু হয়েছে।