মান্নার মুক্তি দাবি সর্বদলীয় ছাত্রঐক্যের

Slider বাংলার আদালত রাজনীতি

113799_Untitled-1

ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি জানিয়েছে ৯০-এর ডাকসু  ও সর্বদলীয় ছাত্রঐক্যের নেতারা। ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন স্বাক্ষরিত এক বিবৃতিতে সাবেক ছাত্রনেতারা এ দাবি জানান। বিবৃতিতে তারা বলেন, দীর্ঘদিন ধরে মিথ্যা ও বানোয়াট অজুহাতে এই সাবেক ছাত্র নেতা কারাগারে আটক আছেন। তিনি গুরুতর অসুস্থ। মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ  করে এ সরকার মূলত একদলীয় শাসন চালিয়ে যাচ্ছে। ভিন্ন মত প্রকাশ করলেই সরকারের রোষানলে পড়ে কারাগারে যেতে হয়। ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ হলে পরিণাম শুভ হয় না, ইতিহাস তাই সাক্ষ্য দেয়। আমরা মাহমুদুর রহমান মান্নাকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখার নিন্দা ও প্রতিবাদ জানান তারা। একইসঙ্গে অবিলম্বে তার সুকিচিৎসা ও নিঃশর্ত মুক্তি দাবি জানান তারা। বিবৃতি দাতারা হলেন, আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক মিলন , নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফুদ্দিন আহমেদ মনি, খন্দকার  লুৎফর রহমান,  সালাউদ্দিন তরুন, আসাদুজ্জামান আসাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *