ধর্ষিত হওয়ার পর সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন এক ধর্ষিতা। কিন্তু ওই হাসপাতালেই ফের ধর্ষিত হয়েছেন তিনি। এ ঘটনা ঘটেছে ভারতের জামশেদপুরে। সেখানে ১৫ বছর বয়সী এক বালিকা সম্প্রতি ধর্ষিত হয়। তাকে ভর্তি করা হয় সরকার পরিচালিত এম জে এম হাসপাতালে। কিন্তু সেখানেও সে একই পরিণতির শিকার হয়। হাসপাতাল চত্বরে এক নিরাপত্তা প্রহরী রোববার দিবাগত রাতে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় পুলিশ ওই প্রহরীকে গ্রেপ্তার করেছে। এর আগে তাকে পরসুদি শহরে ধর্ষণ করে এক যুবক। পুলিশ ওই যুবককে আটক করে রিমান্ডে নিয়েছে। এই যুবক তাকে ধর্ষণ করার পর ওই বালিকাকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। বালিকাটি সংখ্যালঘু সম্প্রদায়ের। সিনিয়র এসপি অনুপ টি ম্যাথিউ বলেন, ধর্ষণে অভিযুক্ত দুজনকেই আমরা জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেছি। কিন্তু মূল হোতা পালিয়ে গেছে। তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ধর্ষিত বালিকার বক্তব্য অনুযায়ী একটি মামলা করা হয়েছে। বলা হয়েছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রাঘুবর দাস ওই হাসপাতালটি পরিদর্শনের কয়েক ঘণ্টা পর ধর্ষিত হয় ওই বালিকা।