স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইএস সম্পর্কে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র তথ্য দিতে চায়। তথ্য আদান- প্রদানে যুক্তরাষ্ট্র একজন বিশেষজ্ঞ পাঠাতে চায়। এটাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথা জানান। তিনি বলেন, বাংলাদেশে আইএস নেই, তবে হুমকি আছে। তবে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও জনগণ এ বিষয়ে সতর্ক। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন ব¬ুম বার্নিকাট এবং দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লে¬ইক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। দুই বিদেশী দূতের সঙ্গে আলোচনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা দুজন আমাদের সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলার প্রশংসা করেছে এবং কীভাবে তা করছি, তা জানতে চেয়েছে। আইএস ইন্দোনেশিয়া পর্যন্ত গেছে, বাংলাদেশের আসতে পারে- এমন তথ্য দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। তাই তারা আইএস-এর মিশন ও ভিশন সম্পর্কে তথ্য দিতে চায়। আইএস ও জঙ্গিবাদের হুমকি আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হুমকি নেই তা কখনও বলবো না। হুমকি ছিলো, আছে। তবে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও জনগণ এ ব্যাপারে সচেতন।