পাকিস্তানের চিহ্নিত ২০০ যুদ্ধপরাধীর নাম প্রকাশ

Slider সারাবিশ্ব

2016_02_02_13_17_57_5RAXhmzRKcZESAT8OIv1kvo9xMGFjX_original

 

 

 

 

ঢাকা : ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের সেনাসদ্যসদের মধ্য থেকে চিহ্নিত ২০০ যুদ্ধপরাধীর নাম প্রকাশ করছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের আহ্বায়ক নৌমন্ত্রী শাহজাহান খান।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচার স্বাধীনতা হলে এক অনুষ্ঠানে এ তালিকা প্রকাশ করা হয়।

এদের মধ্যে গণহত্যা, নীলনকশা পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে ৬৮ জনের নামে। সরাসরি গণহত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে ১১৮ জনের নামে এবং গণহত্যায় অংশ নেন আরো ১৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *