ঢাকা: যুক্তরাষ্ট্রে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বরাবরের মতো এবারও দেশটির আইওয়া অঙ্গরাজ্যে দলের প্রার্থী বাছাইয়ে ভোটাভুটিতে অংশ নিচ্ছেন ডেমোক্রেট ও রিপাবলিকান দলীয় সমর্থকরা।
এর মধ্য দিয়েই মূলত শুরু হলো প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া। আগামী নভেম্বর মাসে ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে জুলাইয়ে উভয় দলের জাতীয় কনভেনশনে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হবে। কনভেনশনের আগে সারা দেশে দলীয় সমর্থকরা নিজ নিজ রাজ্যে তাদের দলীয় প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে অংশ নিবেন। দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আগামী কয়েক মাস পুরো দেশজুড়ে এ ধরনের ভোটাভুটি চলবে
ইতিমধ্যে রিপাবলিকান দলের ভোটারদের অর্ধেক ভোট গণনার কাজ শেষ হয়েছে বলে বিবিসি জানিয়েছে। এতে দেখা যাচ্ছে, তাদের তিন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, টেড ক্রুজ ও মার্কো রুবিও’র মধ্যে ত্রিমুখী লড়াই চলছে। অন্যদিকে আইওয়ায় ডেমোক্রেটিক দলে হিলারি ক্লিনটনের সাথে বার্নি স্যান্ডার্সের তুমুল প্রতিদ্বন্ধিতার আভাস পাওয়া যাচ্ছে।