গ্রাম বাংলা ডেস্ক: পদ্মায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের সন্ধান এখনো পাওয়া যায়নি। তবে দুপুর সাড়ে ১২ টার দিকে উদ্ধাকারী দল দলের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনাস্থল থেকে কিছু দূরে পানির নিচে তারা অজ্ঞাত বস্তুর সন্ধান পেয়েছেন। তবে সেটা তলিয়ে যাওয়া পিনাক-৬ নাকি অন্য কিছু তা এখনো নিশ্চিত নন।
উদ্ধার অভিযান পরিচালনাকারীদের অন্যতম নৌবাহিনীর কমাণ্ডার হাবিবুর রহমান কিছুক্ষন আগে সাংবাদিকদের জানিয়েছেন গতরাতে পদ্মা-মাওয়া ঘাটের ১ কিলোমিটার ও এবং নদীর পার থেকে প্রায় ৭শত মিটার ভাটিতে তারা লোহা জাতীয় একটি বস্তুর সন্ধান পেয়েছেন। কিন্তু প্রচণ্ড স্রোতের কারনে তা স্থানাস্তরিত হচ্ছে। যার কারণে দীর্ঘ সময় চেষ্টা করে এখনো তা সনাক্ত করা সম্ভব হচ্ছে না। তিনি জানান, পুরোপুরি নিশ্চত হতে তারা অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।