মাগুরা: মাগুরার মহম্মমদপুর উপজেলার মধুমতি নদীতে স্থানীয় জেলেদের জালে বিরল প্রজাতির বাঘা আইড় মাছ ধরা পড়েছে।
জেলে অরুণ মাঝি জানান, মধুমতির ঝামা এলাকায় তিনি লোকজন নিয়ে নিয়মিত জাল দিয়ে মাছ ধরতে যান। বুধবার সকাল পৌনে ৭টার দিকে জাল তোলার সময় প্রচ- ঝাঁকুনি অনুভব করেন। পরে জালের সঙ্গে উঠে আসে বড় বাঘা আইড় মাছ। মাছটির ওজন ২৪ কেজি বলে তিনি জানান।
উপজেলা সদর বাজারে থেকে স্থানীয় ধনাঢ্য এক ব্যবসায়ী ১৯ হাজার ২০০ টাকায় দিয়ে মাছটি কিনে নেন।
মহম্মদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী বলেন, মধুমতিতে এক সময় প্রচুর মাছ ছিল। নাব্যতা কমে যাওয়ার পরও মাঝে মধ্যে বিরল প্রজাতির বড় মাছ ধরা পড়ে।