ঢাকা: শুধু তিন সেনা সদস্যকে নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দিতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি দাবি করেন এতেই গুম-খুন-অপহরণ বন্ধ হবে।
জাতীয় প্রেসক্লাবে সোমবার এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
অপহরণ, গুম-হত্যা, নির্যাতন-রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার আতঙ্কিত কর্মজীবী সমাজ’ শীর্ষক এ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল সংগঠন।
গয়েশ্বর বলেন, শুধু তিনজনকে গ্রেফতার নয়, শুধু একজন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দিতে পারলে খুন, গুম সব বন্ধ হয়ে যেত।তিনি বলেন, থাইল্যান্ডে ইংলাক সিনাওয়াত্রার প্রতি আদালতের যেমন নির্দেশ, তেমনি নির্দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিও দিন।
আদালত অবমাননার অভিযোগে আদালতের কাছে নিজের ক্ষমা প্রার্থনা প্রসঙ্গে গয়েশ্বর বলেন, আমি আদালতে নিঃশর্ত ক্ষমা চাইনি।গয়েশ্বর বলেন, এক কারাগার থেকে বের হয়ে আরেক কারাগারে এসেছি। দেশটা এখন বৃহৎ কারাগার। এই জেলই শেষ জেল না, আরও জেল আছে।