গাজীপুরে সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে সাংবাদিকদের মিছিল ও মানববন্ধন

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা বাধ ভাঙ্গা মত বিনোদন ও মিডিয়া রাজনীতি সারাদেশ সারাবিশ্ব

১
ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে জেলা শহরে সাংবাদিকরা  মিছিল ও মানববন্ধন করেছেন।

শনিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সাংবাদিক সমিতি গাজীপুর জেলা শাখার আয়োজনে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি রোডে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও বাংলানিউজের ষ্টাফ করেসপনডেন্ট এ কে এম রিপন আনসারীর সঞ্চালনায় মানববন্ধনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এনটিভির ষ্টাফ করেসপনডেন্ট নাসির আহমেদ, একাত্তর টিভির করেসপনডেন্ট ইকবাল আহমেদ সরকার, সাংবাদিক এম এ ফিরোজ, দৈনিক যুগান্তরের আমিনুল ইসলাম, সাংবাদিক সানাউল্লাহ নূরী, দৈনিক সকালের খবরের এস এম রিপন শাহ, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি মোখলেছুর রহমান, কালিয়াকৈর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইউনুছ আলী, টঙ্গী প্রেস ক্লাবের ট্রেজারার আঃ আজিজ, শ্রীপুর প্রেস ক্লাবের নেতা বশির আহমেদ কাজল, সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের ঐতিহ্যৃ সংরক্ষন বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, আসক ফাউন্ডেশনের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক এড.রফিকুল ইসলাম, গাজীপুর জেলা নাগরিক কমিটির প্রতিষ্টাতা মোহাম্মদ কামরুজ্জামান, জাতীয় গনতান্ত্রিক পার্টির(জাগপা) গাজীপুর জেলার সভাপতি প্রিন্সিপাল হুমায়ূন কবীর প্রমূখ।
২

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *