অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের একাদশ আসরে গ্রুপ পর্বের ১৪ তম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টসে হেরে এখন ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ইতোমধ্যে দুই উইকেট হারিয়েছে যুবারা।
রোববার সকালে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্কটিশরা।
উদ্ধোধনী ব্যাটসম্যান পিনাক ঘোষ রানের খাতা খোলার আগেই মোহাম্মদ গাফ্ফারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে গেছেন। পরে বিদায় নিয়েছেন তিন নম্বরে উইকেটে আসা জয়রাজ শেখ। তার সংগ্রহ ছিল ২০ বলে ১৩। এবারও গাফফারের আঘাত।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগার যুবাদের সংগ্রহ ২২ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৯ রান। উইকেটে আছেন নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসান।
এ ম্যাচে বাংলাদেশ একাদশে নেই স্পিনার সঞ্জিত সাহা। বোলিং অ্যাকশন নিয়ে আইসিসির আপত্তির কারণে তাকে এ ম্যাচে খেলাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। তার বদলি হিসেবে দলে এসেছেন আরিফুল হক।
নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে টাইগার যুবারা। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে মেহেদি হাসান মিরাজের দল। অপরদিকে স্কটল্যান্ডকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারতে হয়েছে নামিবিয়ার বিপক্ষে।