গ্রাম বাংলা ডেস্ক: গাজায় তিন দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার সাথে সাথেই আকাশ, সাগর এবং স্থলপথে নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল। এতে অন্তত একটি শিশু নিহত হয়েছে। ফিলিস্তিনিরা আবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে তাদের বাড়িঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন।
ফিলিস্তিনদের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এই হামলার প্রথম শিকার হয়েছে দশ বছরের একটি বালক। গাজা সিটির একটি মসজিদের পাশে ইসরাইলি গোলার আঘাতে সে মারা গেছে। এছাড়া আরো অন্তত ছয়জন আহত হয়েছেন।
ইসরাইল বলছে, হামাসের ছোড়া রকেটের পাল্টা জবাব দিচ্ছে তারা।
ইসরাইলি সেনাবাহিনী বলছে, শুক্রবার সকালে গাজা থেকে ইসরায়েলকে লক্ষ করে ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে। আয়রন ডোম নামে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি রকেট আকাশে ধ্বংস করেছে। অন্যগুলো খোলা জায়গায় পড়েছে। রকেটের আঘাতে অন্তত দুই ইসরাইলি আহত হয়েছে।
সংবাদদাতার বলছেন, ইসরাইলি সৈন্যরা সাথে সাথেই যুদ্ধ বিমান, গানবোট এবং ট্যাংক দিয়ে গাজায় হামলা শুরু করে।
মিসরের মধ্যস্থতায় দুই পক্ষ মঙ্গলবার থেকে ৭২-ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হলেও এর মেয়াদ বাড়ার সম্ভাবনা নিয়ে গোঁড়া থেকেই সন্দেহ ছিল।
বিশেষ করে অবরোধ প্রত্যাহার ছাড়া হামাস যুদ্ধবিরতির সময় বাড়াতে অস্বীকার করেছে।
তারা বলছে, গাজার ওপর সাঁড়াশি অবরোধ এবং বন্দী মুক্তির মতো তাদের গুরুত্বপূর্ণ দাবিগুলো পূরণে ব্যার্থ হয়েছে ইসরাইল। গাজাকে পুরোপুরি অস্ত্র মুক্ত করার ইসরায়েলের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে হামাস।
গত চার সপ্তাহ ধরে লড়াইতে ১৯৪০ জন মারা গেছে। এদের মধ্যে প্রায় এক হাজার নয় শ’ জনই ফিলিস্তিনি।