গ্রাম বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের সরকার জানিয়েছে, ইরাকে কট্টর ইসলামপন্থী গোষ্ঠী আইসিসের বিরুদ্ধে তারা বিমান হামলা চালিয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, কুর্দিস্তানের নিকটবর্তী ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলের কাছে আইসিসের ভারী অস্ত্র লক্ষ করে বিমান হামলা চালানো হয়েছে।
কুর্দি মিলিশিয়া পেশমার্গার যোদ্ধারা আইসিসের হাত থেকে ইরবিল শহর রক্ষার জন্য লড়াই করছে।
পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, দুটি এফ/এ-১৮ যুদ্ধবিমান স্থানান্তরযোগ্য গোলন্দাজ ইউনিট লক্ষ করে লেসার-নিয়ন্ত্রিত ২২৫ কিলোগ্রাম বোমা বর্ষণ করেছে।
এতে বলা হয়, সর্বাধিনায়কের নির্দেশনায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড কমান্ডারের নির্দেশে এই হামলা চালানো হয়।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার ইরাকের আইসিসের ওপর হামলা চালানোর নির্দেশ দেন। তিনি বলেন, আইসিসের গণহত্যা বন্ধ করতে এর প্রয়োজন রয়েছে।
হামলার আগে ইয়াজিদি উদ্বাস্তুদের জন্য বিমান থেকে ত্রাণ সরবরাহ করে যুক্তরাষ্ট্র।
