ঢাকা: দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সেবা সংস্থায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা প্রতিষ্ঠানিক টিমও প্রতিষ্ঠানগুলোতে গিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন দুদক কমিশনার সাহাব উদ্দিন।
বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক বিষয়ে দুদকের গণশুনানিতে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
সাহাব উদ্দিন বলেন, ‘আমরা দুর্নীতিরোধে ভূমি রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস, স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সব অফিস, শিক্ষা, বিটিআরসি, সিটি করপোরেশন, পূর্ত মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন অফিসে দুর্নীতি হয়। প্রতিনিয়ত স্থানে মানুষ হয়রানির শিকার হন। কেন হয়, কি জন্য হয় তা আমরা সবাই জানি। আমাদের মানসিক পরিবর্তন হয় না।’
তিনি বলেন, ‘দুর্নীতি রোধে এসব স্থানে আমরা দুদকের প্রতিষ্ঠানিক টিম গঠন করে বসিয়ে ছিলাম। এটা কাজ করে না। টিম সেখানে গিয়ে আরো দুর্নীতিতে জড়িয়ে পড়ে। যেহেতু দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমই আমাদের ম্যান্ডেড। এজন্যই আমরা গণশুনানির আয়োজন করছি। ইতোমধ্যে ৫টি প্রতিষ্ঠানে এ বিষয়ে শুনানিও হয়েছে।’
কমিশনার বলেন, ‘আমরা অতীতকে ভুলে গিয়ে সামনে এগিয়ে যাবে। সরকারি প্রতিষ্ঠান হিসেবে আমাদের কিছুটা সীমাবদ্ধতা আছে। এরপরও আমরা এগিয়ে যাবো।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এতে বক্তব্য দেন দুদক চেয়ারম্যান বদিউজ্জামান, কমিশনার নাসির উদ্দিন আহমেদ, দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল প্রমুখ।