পূবাইলে কারখানায় বিস্ফোরণে দগ্ধ দ্বিতীয় জনেরও মৃত্যু

Slider জাতীয়

dmcsm_256639304

 

 

 

 

 

ঢাকা: গাজীপুরের পূবাইলে টায়ার মেরামত কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হওয়া দ্বিতীয় জনেরও মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মো. কামাল (৪৫) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি ৯৫ শতাংশ দগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বিষয়টি জানিয়েছেন।

কামালের বাড়ি নরসিংদী জেলার পলাশ থানার ঘোড়াশালে।

গত ২৩ জানুয়ারি বিকেলে স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ নামে ওই কারখানাটিতে অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। তৎক্ষণাৎ দগ্ধ দু’জনকে ঢামেকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৪ জানুয়ারি ভোরে মারা যান একজন। ওই ব্যক্তির নাম আবদুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *