ঢাকা : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬ কোটি টাকা সমমূল্যের ৩২ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম।
সোমবার রাতে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
প্রিভেন্টিভ টিমের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান, রাত সোয়া ১১টায় মালয়েশিয়া থেকে ছেড়ে আসা মালিন্দ এয়ার (ওডি-১৬২) ঢাকায় পৌঁছে। আগেই গোয়েন্দা তথ্য ছিল ওই বিমানে চোরাচালানের স্বর্ণ আসছে।
বিমানটি আসার পর কোনো যাত্রীর কাছে স্বর্ণ না পেয়ে বিমানে তল্লাশি চালানো হয়। এসময় বিমানের সিটের নিচে লুকানো ৩২ কেজি ৭শ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো পাওয়া যায়। সেগুলো কালো স্কচ ট্যাপ দিয়ে মুড়িয়ে সিটের নিচে লুকানো ছিল। যার আনুমানিক মূল্য ১৬ কোটি টাকা।
তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণ কাস্টমস হেফাজতে রাখা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।