ঢাকা: চারদিকে স্মার্টফোনের জয়জয়কার। কমবেশি সবার হাতেই শোভা পাচ্ছে স্মার্টফোন। কিন্তু আপনার পরিবারের বয়োজেষ্ঠ্য সদস্য কি স্মার্টফোন ব্যবহারের পারঙ্গম? উত্তরটা বেশিরভাগ ক্ষেত্রেই না। তাদের জন্য প্রয়োজন ফিচার ফোন। এমনই একটি ফিচার ফোন বাজারে ছেড়েছে সিনিয়র ওয়াল্ড ডটকম। ফোনটির নাম ইজিফোন।
এই ফিচার ফোনটির বিশেষত্ব হচ্ছে এটিতে আছে বড় আয়তনের ডিসপ্লে এবং বড় আকারের ফন্ট। এটির ডায়ালিং কিগুলোও বড়।
বয়স্কদের জন্য ফোনটি ব্যবহারের সুবিধার্থে এটিতে ফটো ডায়াল আছে। অন্যদিকে ফোনটিতে সিঙ্গেল কি প্রেস করেই কাঙ্খিত নম্বরে ডায়াল করা যাবে। ফোনটির ব্যাক কভারে sos বাটন রয়েছে। এই sos বাটনে প্রেস করে জরুরি কল করা, এসএমএস করা যাবে। এজন্য ৫ টি ইমার্জেন্সি কনট্রাক্ট নম্বর সেট করা আছে। যার মাধ্যমে ব্যবহারকারীর অবস্থান জানা যাবে। বাটন প্রেস করলেই চিকিৎসকেরও কাছে চলে যাবে বার্তা।
ভারতের বাজারে ফোনটির মূল্য ৩ হাজার ৩৭৫ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য ৩ হাজার ৯৩২ টাকা।