গাজীপুর: গাজীপুরের পূবাইলে টায়ার করাখানার বয়লার বিস্ফোরণের ফলে আগ্নিকাণ্ডের ঘটনায় আবদুল কাদের (৬০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আবদুল কাদের টঙ্গীর বনমালা এলাকার ফয়জুদ্দিন বেপারীর ছেলে।
আবদুল কাদেরের ছেলে মো. বাহার উদ্দিন জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বাবা মারা যান। বাবা ওই কারখানার পাইকারি বিক্রেতা ছিলেন।
এরআগে শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল কলেজ গেট এলাকায় স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ নামের ওই কারখানায় বয়লার বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এঘটনায় দগ্ধ হওয়া গুরুতর আহত অবস্থায় ৩ জনকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল হলেজ হাসপাতলের বার্ন ইউনিট পাঠানো হয়। সেখানে রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল কাদের।