গাজীপুর: পূবাইল এলাকার কলেজ গেটে বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টায়ার কারাখানাটি ছিল সম্পূর্ণ অনুমোদনহীন।
শনিবার বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ করেই ওই কারাখানা বয়লারের বিস্ফোরণ ঘটে। পরে আগুন ধরে যায় টায়ার কারাখানাটিতে।
অগ্নিকাণ্ডে কারখানার তেলের ড্রাম, মেশিনপত্র ও একটি লরি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ভয়াবহ আগুনে মুহূর্তেই পুড়ে অঙ্গার হয়ে যায় নারীসহ ৫ জন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, টায়ার কারখানায় আগুন লাগার খবর পাওয়ার পরে টঙ্গী, গাজীপুর ও কালীগঞ্জ থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় ঘণ্টা খানেক ধরে চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে।
কর্মকর্তারা বলছেন, সম্পূর্ণ অনুমোদনহীন ওই কারাখানার বয়লার বিস্ফোরণের কারণ জানা যায়নি। একইভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
অপরদিকে, সম্পূর্ণ অনুমোদনহীন কারখানায় বয়লার বিস্ফোরণের আগুনে প্রাণহানির ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায়। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।