গ্রাম বাংলা ডেস্ক: ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী নিক কেগ বলেছেন, গাজার বর্তমান যুদ্ধবিরতি ভেঙে গেলে ব্রিটেনের উচিত হবে ইসরাইলে সব ধরনের সামরিক সরঞ্জাম বিক্রি স্থগিত করা এবং ওই সঙ্ঘর্ষে ব্যবহৃত সব অস্ত্রের লাইসেন্স বাতিল করে দেয়া।
বৃহস্পতিবার সাপ্তাহিক এলবিসি ৯৭.৩ রেডিও ফোন-ইন প্রোগ্রামে তিনি এ মন্তব্য করেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি অস্ত্র অবরোধের পক্ষে।
তিনি বলেন, আমাদের অবশ্যই নীতিমালার প্রতি অটল থাকতে হবে। গাজায় ওইসব নীতি লঙ্ঘিত হচ্ছে কি না সেগুলো দেখতে হবে। এসব নীতি লঙ্ঘিত হলে অস্ত্র লাইসেন্স স্থগিত করতে কোনো দ্বিধা থাকা উচিত নয়।
তিনি বলেন, গত মাসের সহিংসতার সময় নতুন কোনো অস্ত্র রফতানি লাইসেন্স ইস্যু করা হয়নি। তবে হামাস ও ইসরাইল যদি ফের সহিংসতা শুরু করে, তবে সম্পূর্ণ স্থগিতাদেশ হওয়া দরকার।
রক্ষণশীল দলের পদস্থ নেতা অ্যান্ড্রু মিচেল এবং ব্যারোনেস সাইয়েদা ওয়ার্সিও অবরোধ আরোপের পক্ষে অভিমত ব্যক্ত করেছেন। গাজা প্রশ্নে সরকারি নীতির প্রতিবাদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ার্সি ইতোমধ্যে পদত্যাগ করেছেন।
গাজার একটি স্কুলে গোলাবর্ষণ করার পর ইসরাইলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করায় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মারাত্মক চাপে রয়েছেন। লেবার নেতা এড মিলিব্যান্ডও বলেছেন, গাজায় ইসরাইলের আক্রমণ ছিল মাত্রাতিরিক্ত।
গত বছর ইসরাইলে ব্রিটেনের নিয়ন্ত্রিত রপ্তানি লাইসেন্সের মূল্য ছিল প্রায় ৮ বিলিয়ন পাউন্ড।
সূত্র : গার্ডিয়ান।