গ্রাম বাংলা ডেস্ক: বিশিষ্ট বুদ্ধিজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক ড: আসিফ নজরুল বলেছেন, গণমাধ্যমকে তো এমনিতেই নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমাকে ও নুরুল কবিরকে চ্যানেল আই’র টকশো’তে নিষিদ্ধ করা হয়েছে। ওদের তো সাহস নেই আমাকে, নুরুল কবিরকে ডাকার। এভাবে গণমাধ্যম নিয়ন্ত্রণ করে ফ্যাসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হচ্ছে। আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ আরও সম্প্রসারিত হবে।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসকাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ঐক্য আয়োজিত ‘নিয়ন্ত্রণমূলক সম্প্রচার নীতিমালা জনগণ মানবে না‘ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
এতে ড: আসিফ নজরুল বলেন, মুক্তিযুদ্ধের কথা বলে বাংলাদেশে সবচেয়ে বেশি মিথ্যা বলে বর্তমান সরকার। মিথ্যা বলার কারণ এ সরকার অনির্বাচিত সরকার। যখন জিএসপি বাতিল হলো তখন সরকার বলল ’এর পেছন ড. ইউনূস দায়ী।’ রানা প্লাজা ধসে পড়ল সরকার বলল ’বিএনপি পিলার ধরে টানাটানি করেছে’ ‘পদ্মাসেতুর টাকা বাতিল হলো ড. ইউনূস দায়ী।’ এ রকম হাজার হাজার প্রমাণ দিতে পারব।
তিনি বলেন, সম্প্রচার নীতিমালায় অসংখ্য স্পষ্টতা আছে। নীতিমালায় বলা আছে বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা যাবে না। বন্ধু রাষ্ট্রের সংজ্ঞা কী? তাহলে আমরা কি তিস্তার কথা বলতে পারব না? ফেলানী, বাংলাদেশে ভারতীয়দের অবৈধ চাকরির কথা কি আমরা বলতো পারব না? এ সব বক্তব্য কি দেশবিরোধী?