নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলার পাতারী ইউনিয়নের আদাতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের নির্যাতনে জয়নাল (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল উপজেলার দক্ষিণ পাতারী গ্রামের সেহরাব হোসেনের ছেলে।
পাতারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, ভোরে জয়নালসহ কয়েকজন বাংলাদেশি রাখাল গরু আনতে সীমান্ত এলাকায় যান। টের পেয়ে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে জয়নাল গুলিবিদ্ধ হন। এসময় বাকিরা পালিয়ে যেতে সক্ষম হন।
এদিকে, গুলিবিদ্ধ অবস্থায় জয়নালকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে হত্যা করে বিএসএফ।
১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার (সিও) রফিকুল হাসান জানান, খবর পেয়ে আদাতলা সীমান্তে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।