ঢাকা : কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের দেহরক্ষী ও ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ (ডিবি)।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে তালতলা এলাকায় অভিযান চালিয়ে সামসুলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের এ কর্মকর্তা জানান, ২০০৫ সালের ৩১ ডিসেম্বর খুলনার বিশেষ ট্রাইব্যুনাল সামসুলকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
সামসুল খুলনা এলাকার কুখ্যাত সন্ত্রাসী, খুনি ও মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আসামি এরশাদ শিকদারের দেহরক্ষী ছিলেন এবং এছাড়াও তিনি খুলনা এলাকার কুখ্যাত সন্ত্রাসী, খুনি ও চোরাকারবারি।
এরশাদ শিকদার ছিলেন একজন কুখ্যাত অপরাধী ও সিরিয়াল কিলার। খুন, অত্যাচার, চুরি-ডাকাতি ও অন্যান্য নানা অপরাধের জন্য তিনি কুখ্যাত ।
১৯৯৯ সালে এরশাদ শিকদার গ্রেপ্তার হন ও তার নামে তখন ৪৩টি মামলা হয়। নিম্ন আদালতের বিচারে সাতটি হত্যা মামলায় তার ফাঁসির দণ্ডাদেশ হয় ও চারটি মামলায় যাবজ্জীবন সাজা হয়। তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন কিন্তু রাষ্ট্রপতি তা নাকচ করে দেন। ২০০৪ সালের ১০ মে মধ্যরাতে খুলনা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মৃত্যুর আগে এরশাদ শিকদারের রচিত আমি তো মরেই যাবো গানটি পরবর্তীতে দেশ জুড়ে জনপ্রিয়তা লাভ করে।