জামিন পেলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র

Slider বাংলার আদালত

Barisal_sm_237731227

 

 

 

 

বরিশাল: বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর বিএনপি নেতা হাজী কেএম শহীদুল্লাহ অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক তার জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী মো. ফারুক হোসেন জানান, র‌্যাবের দায়ের করা অস্ত্র আইনের মামলায় পাঁচ হাজার টাকা বেলবন্ডে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন বিচারক। তবে প্রতি ধার্য্য দিনে আদালতে এসে হাজিরা দিতে হবে তাকে।

৫ জানুয়ারি র‌্যাব-৮’র একটি দল তিন রাউন্ড গুলি ভর্তি আমেরিকার তৈরি একটি পিস্তলসহ তাকে আটক করে। পরদিন ৬ জানুয়ারি কোতোয়ালি মডেল থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে র‌্যাব-৮।

হাজী কেএম শহীদুল্লাহ নগরীর ১২ নং ওয়ার্ড থেকে চারবার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও সিটি কর্পোরেশনে একবার প্যানেল মেয়র-এক ও দুইবার প্যানেল মেয়র-দুই হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির মহানগর শাখার সহ সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *