গ্রাম বাংলা ডেস্ক: নীলফামারি জেলার সৈয়দপুর উপজেলার রেলওয়ে হাসপাতালে ঔষধ চুরির ঘটনাকে কেন্দ্র করে ভাড়াটে সন্ত্রাসীরা হাসপাতালে হামলা চালিয়ে হাসপাতালের স্টাফ শফিকুল ইসলাম কে গুরুতর আহত করেছে।
শফিকুল ইসলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের ওয়াহেদ আলী মন্ডলের ছেলে সে দীর্ঘ ৩২ বছর যাবৎ বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের কর্মরত চিকিৎসক।
স্থানীয় সূত্র জানায় বুধবার সকাল আনুমানিক ১০ টার দিকে একই হাসপাতালের ফার্মাসিস্ট রেজাউল করিম একদল গুন্ডা বাহিনীকে ভাড়া করে হাসপাতালের স্টাফ শফিকুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়।
প্রসঙ্গ বিগত অনেকদিন যাবৎ ফার্মাসিস্ট রেজাউল করিম সরকারি ঔষধ অবৈধভাবে বাহিরে বিক্রি করার কারণে স্টাফ শফিকুল ইসলাম তাকে বিভিন্ন সময় বাধা দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে শফিকুল ইসলামের ওপর গুন্ডা বাহিনী ভাড়া করে রেজাউল করিম সুপরিকল্পিতভাবে হামলা করে ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।