ঢাকা: বুধবার মাঘ মাসের ৭ তারিখ। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এর ফলে আগামী দুই-তিন দিন সারা দেশে শীতের তীব্রতা বাড়বে। আবহাওয়া অধিদপ্তরের কর্মকত্তা রাশেদুদ জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী ২ থেকে ৩ দিন দেশের আবহাওয়া অপরিবর্তীত থাকবে। এতে করে সারা দেশে শীতের তীব্রতা বাড়বে। বৃষ্টির সম্ভবনাও রয়েছে।
রাজশাহী ও রংপুর ছাড়া সারা দেশে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে তিনি জানান।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার বাইরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে। সেখানে ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল রংপুরে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
আগামী দুই তিন দিন শৈত্যপ্রবাহের সম্ভবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। রাতের বেলায় তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াসে কমে আসতে পারে।