পূর্ব ঘোষিত পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে আগামী শুক্রবার (২২ জানুয়ারি) বিক্ষোভ সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।
গণহত্যার দায় অস্বীকার, জঙ্গি মদদ ও কূটনৈতিক শিষ্ঠাচার ভঙ্গের প্রতিবাদে পাকিস্তান দূতাবাস ঘেরাও করতে গেলে বুধবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান-২ গোল চত্বরে গণজাগরণ মঞ্চের কর্মীদের বাধা দেয় পুলিশ।
এর প্রতিবাদে বিকেল ৪টায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ কর্মসূচি ঘোষণা করেন। ওইদিন দুপুর ৩টায় শাহবাগে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, বাংলাদেশে জঙ্গি কার্যক্রম পরিচালিত হয় পাকিস্তানের অর্থায়নে। সরকার একদিকে জঙ্গি দমন করছে, অন্যদিকে পাকিস্তান দূতাবাসকে নিরাপত্তা দিচ্ছে। কিন্তু কোনোভাবেই বাংলাদেশে পাকিস্তান দূতাবাস রাখতে দেওয়া হবে না।
এ সময় গণহত্যার দায়ে ক্ষমা চাইতে, বাংলাদেশি রাষ্ট্রদূতকে পাকিস্তান থেকে ফেরত পাঠানোর যৌক্তিক কারণ দেখাতে এবং বাংলাদেশের সম্পদ ফেরত দেওয়ার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানান ইমরান।