দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর উপজেলার বয়ালদা এলাকা থেকে মতিউর রহমান (২৮) নামে এক যুবককে ১১০৮ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
আটক মতিউর টান্গাইল জেলার মির্জাপুর উপজেলার মিজানুর রহমানের ছেলে ।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয় ।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প কমান্ডার মেজর মাহমুদ জানান, গোপন খবরের ভিত্তিতে হাকিমপুরের বোয়ালদা এলাকায় অভিযান চালিয়ে মতিউরকে আটক করা হয়েছে। পরে তার দেহ তল্লাশি করে ১১০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এঘটনায় দিনাজপুর হাকিমপুর থানায় র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করবে।