শ্রীপুরে জমি সংক্রান্ত জেরধরে উভয় পক্ষের সংর্ঘষ আহত ৪

Slider জাতীয়

2015_08_22_15_55_55_LifUNipuy60icBxOd1MkUfvKAoHVJO_original

 

 

 

 

রাতুল মন্ডল শ্রীপুর,(গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলোর ধনুয়া উত্তরপাড়া গ্রামে জমি সংক্রান্ত জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানান যায়, জব্বার মিয়া ও আব্দুল খালেক মিয়ার সাথে দীর্ঘ দিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই জমি বিরোধের জের ধরে ১৮ জানুয়ারি সোমবার সন্ধায় উভয় পক্ষের মধ্যে মারা মারির ঘটনা ঘটে।

এতে দুই পক্ষের ৪ জন আহত হয়েছে, আহতরা হলেন,জব্বার মিয়ার ছেলের বৌ রমিজা খাতুন (৩২), রমিজা খাতুনের ছেলে আলী আকবর (১৮),এবং আব্দুল খালেক মিয়ার ছেলে এরশাদ মিয়া (৩৬), ও মেয়ে কুলছুম বেগম (৩২), আহতদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও ভালুকা স্বাস্থ্যকমপেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক এস আই আব্দুছ ছাত্তার জানান, মারা মারির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *