প্রবাসীদের দেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। তিনি বলেন, দেশে বিনিয়োগে আপনাদের কোন প্রতিবন্ধকতা তৈরি হলে আমি তা মোকাবিলা করবো। ব্যর্থ হলে পদত্যাগ করবো। আজ দুপুরে প্রবাসীকল্যাণ ভবনের মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্মাননা ও সিআইপি কার্ড প্রদান অন্ষ্ঠুানে তিনি এসব কথা বলেন। ২০১৪ সালের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (অনাবাসী বাংলাদেশী) এই কার্ড দেয়া হয়। ১০ জন বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির হাতে এই কার্ড তুলে দেন মন্ত্রী। সংযুক্ত আরব আমিরাত থেকে ৩ জন, ওমান থেকে ৩ জন, ইতালি থেকে ৩ জন, বাহরাইন থেকে একজন এই কার্ড পেয়েছেন। প্রবাসীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমাদের দক্ষ শ্রমিকের অভাব নেই। আপনারা পারলে নিজেদেরকে দু-একজন আত্মীয়স্বজন নেন। অনুষ্ঠানে ২০১৫ সাল থেকে সিআইপি কার্ডের সংখ্যা ৯০তে উন্নীত করার চিন্তাভাবনা চলছে বলে জানান মন্ত্রী। এছাড়া প্রবাসীদের দাবির প্রেক্ষিতে সিআইপি কার্ডের মেয়াদ দুই বছর করার কথাও জানান তিনি। অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, বিএমপিটির ডিজি বেগম শামসুন্নাহারসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।