সন্ত্রাসী দাউদ মার্চেন্টকে ফেরত পাঠানো হচ্ছে

Slider জাতীয়

1447484341

 

 

 

 

ঢাকা: সন্ত্রাসী দাউদ মার্চেন্টকে ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের কারাগারে আটক ভারতের ‘মাফিয়া ডন’ দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী আবদুল রউফ দাউদ ওরফে দাউদ মার্চেন্টকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে ফেরত দেয় বাংলাদেশ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাউদ মার্চেন্টসহ অনেকেই বাংলাদেশের কারাগারে আটক রয়েছেন। যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে, তাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারত-বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তির পর সম্প্রতি বিভিন্ন পর্যায়ের আলোচনার পরিপ্রেক্ষিতে জঙ্গি ও দাগি সন্ত্রাসীদের হস্তান্তর শুরু হয়।

এ চুক্তির আওতায় অনুপ চেটিয়াকে ফেরত দেওয়া হয়। পরে নারায়ণগঞ্জের সাত খুনের মামলার অন্যতম আসামি নূর হোসেনকে ফেরত পায় বাংলাদেশ।

এরই ধারাবাহিকতায় ভারতের ‘মাফিয়া ডন’ দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী আবদুল রউফ দাউদ ওরফে দাউদ মার্চেন্টকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক বন্দির সাজার মেয়াদ শেষ হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট দেশের দূতরা ফেরত নিতে আসেননি। আলোচনা চলছে, তারা ফেরত চাইলে ফেরত পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *