রাঙামাটিতে ৫ জেমএবি সদস্যের ১০ বছর করে কারাদণ্ড

Slider বাংলার আদালত

2015_08_24_19_52_55_bBJR0SdlTfnNFPjbapLsspT2zZoW07_original

 

 

 

 

রাঙামাটি: সারাদেশের মতো রাঙামাটিতেও সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সদস্যকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। এ মামলায় একজনকে খালাস দেয়া হয়েছে।

সোমবার সকালে রাঙামাটি যুগ্ম জেলা দায়রা জজ আজিজুল হক এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ওবায়দুর রহমান, আরিফুল ইসলাম, আব্দুল হাফিজ, মো. আইয়ুব আলী ও জাবেদ ইকবাল। আর খালাসপ্রাপ্তর নাম রুহুল আমিন।

এর আগে ২০০৫ সালের ১৭ আগস্ট রাঙামাটির কোতোয়ালি থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ। তদন্ত শেষে এই ছয়জনের বিরুদ্ধে ২০০৬ সালের ৯ আগস্ট এ মামলায় অভিযোগপত্র দেয়া হয়।

উল্লেখ্য, সারাদেশের মতো ২০০৫ সালে রাঙামাটি শহরের বনরূপা, কোর্টবিল্ডিং ও রিজার্ভ বাজারে বোমা বিস্ফোরণ ঘটায় আসামিরা। এ সময় একটি শিশু আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *