সহিংসতার ঘটনায় যুবদলের আহ্বায়কসহ আটক ৪

Slider রাজনীতি

 

 

2016_01_12_17_43_39_LsqGk7C0ivFRjTvJ5FOPeP7ZBQrdlr_original

 

 

 

 

ব্রাহ্মণবাড়িয়া: জেলা শহরে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে মাদরাসা শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সাহেদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোর রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। বাকি আটককৃতরা হলেন-রাব্বি (২০), শাজাহান মিয়া (২৫) ও ছোটন (২৬)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, মাঈনুর রহমান বাংলামেইলকে জানান, গত সোমবার শহরের বিভিন্ন এলাকায় সহিংসতা চালানো হয়। এ ঘটনায় থনায় সর্বমোট ১২টি মামলা হয়েছে। এতে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সাহেদসহ চারজনকে গোপন সংবাদের ভিতিতে আটক করা হয়েছে।

উল্লেখ্য, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া শহরে পুলিশ, ছাত্রলীগ ও মাদরাসা ছাত্রদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে চিকিৎসাধীন অবস্থায় মাদরাসাছাত্র মো. মাসুদুর রহমানের মৃত্যু হয়। পরদিন সকালে মাসুদের মৃত্যুর খবর ছড়িয়ে পরার পর মাদরাসা শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। কয়েকশ ছাত্র শহরের টিএ রোড, কুমারশীলের মোড়, লোকনাথ ট্যাঙ্কের পাড়সহ বেশ কয়েকটি স্থানে অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের ব্যাংক এশিয়া, জেলা শিল্পকলা একাডেমি, জেলা আওয়ামী লীগ অফিস, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এবং সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সংগীতাঙ্গনে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধরা। এ সময় তারা ওস্তাদ আলাউদ্দিন খার স্মৃতি বিজরিত বিভিন্ন সংগীতের যন্ত্রাদি পুড়িয়ে দেয়। এই ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা সহ সর্বমোট ১২টি মামলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *