বগুড়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে পেটালো কর্মীরা

Slider রাজনীতি

 

chatrolig_736546821

 

 

 

 

বগুড়া: সাধারণ শিক্ষার্থীকে মারধরের জেরে বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজে মুকুল ইসলাম নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে পিটিয়েছে কর্মীরা।

রোববার (১৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের কয়েকজন শিক্ষার্থী  জানান, শনিবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুকুল ইসলাম ও তার লোকজন একই কলেজের সাধারণ শিক্ষার্থী এইচএসসি পড়ুয়া রাকিবকে মারপিট করেন। এর জের ধরে রোববার বেলা ১২টার দিকে ওই শিক্ষার্থীর পক্ষ নিয়ে ছাত্রলীগের কিছু নেতাকর্মী সংগঠনের সাবেক নেতা মুকুল ইসলামকে মারপিট করেন।

তবে মুকুল ইসলাম বাংলানিউজকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মীরা তাকে পিটিয়েছে। অবশ্য বিষয়টিতে আপোস হয়ে গেছে বলেও জানান তিনি।

এ বিষয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি বিশ্বজিৎ কুমার জানান, এখানে সংগঠনের মধ্যে কোনো আধিপত্য বিস্তারের ঘটনা নেই। বড় ও ছোট ভাইদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। পরে বসে তাদের শাসন করে দেওয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর জালাল উদ্দিন জানান, আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরাই তাদের নেতাকে মারপিট করেছে।

ঘটনার পরপরই বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এবং বর্তমানে কলেজ ক্যাম্পাস শান্ত রয়েছে বলে জানান অধ্যক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *