এরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জের নূরুল আলম (৬৫), চুয়াডাঙ্গা সদরের আবদুল মাবুদ জোয়ারর্দার (৫২) ও জামালপুরের সরিষাবাড়ির আব্দুল কাদের (৬০) ।
ইজতেমায় লাশের জিম্মাদার মো. আদম আলী রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার রাত পৌনে ১১টা থেকে সাড়ে ১২ টার মধ্যে তিনজনের মৃত্যু হয়। আব্দুল কাদের হৃদরোগে আক্রান্ত হয়ে এবং অন্য দুজন বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।”ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে এসে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে আব্দুর রহমান নামে বগুড়ার এক মুসুল্লির মৃত্যু হয়। এর আগে প্রথম পর্বে এক বিদেশিসহ মোট ছয়জন মারা যান।