বিয়ের পর ফুরফুরে মেজাজে আছেন নাটকের জনপ্রিয় জুটি শখ ও নিলয়। বিয়ের পর তড়িঘরি মধূচন্দ্রিমায় যাননি তারা। বরং পাওয়া গেছে চিরচেনা নাটকের সেটে।
বিয়ের পর ব্যতিক্রমী একটি নাটকে অভিনয় করেছেন তারা। সমাজসেবামূলক নাটকটির মাধ্যমে তারা সাধারণ মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ ও উৎসাহিত করবেন। মজার ব্যাপার হলো, এ কাজটিতে কোনো পারিশ্রমিক নেননি এই তারকা দম্পতি। শখ ও নিলয় প্রথমবারের মতো এমন কাজ করে প্রশান্তি পেয়েছেন বলে জানিয়েছেন।
সম্প্রতি উত্তরায় সমাজসেবামূলক নাটকটির দৃশ্যধারণে অংশ নেন শখ ও নিলয়। ‘রক্ত দিন জীবন বাচান, এই সংগ্রামে’ স্লোগান নিয়ে কয়েক বছর ধরে কাজ করছেন সিলেটের তরুণ সালাহউদ্দিন বিজয়। এই কাজে এবার শখ ও নিলয়কে পাশে পেয়েছেন তিনি। জানা যায়, ছোট্ট এই নাটকের কাহিনীতেও ছিলো নতুন দম্পতির গল্প। এ কারণে চরিত্রের সঙ্গে মানিয়ে গিয়েছেন তারা। বিজয় ও তার টিম আশা করছেন, নাটিকার মধ্য দিয়ে রক্তদানে উৎসাহী হবে আরও অনেকে। রক্তের অভাবে আর একটি প্রাণও হারাতে দেবেনা ‘স্বপ্ন ব্লাড ফাইটার্স’ নামে এই সেবামূলক সামাজিক সংগঠনটি।