ঢাকা: ২০১৫ সালের ডিসেম্বরে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান তাদের উপার্জিত মোট সম্পদের ৯৯ শতাংশ ব্যয় করার ঘোষণা দিয়েছিলেন দাতব্য কাজে। এবার একই পথে হাঁটলেন ফেসবুকের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গ। দাতব্য কাজে মোট তিন কোটি দশ লাখ মার্কিন ডলার ব্যয় করার পরিকল্পনা করছেন তিনি।
বার্তা সংস্থা আইএএনএসের এক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্যানুযায়ী শেরিলের দুই লাখ ৯০ হাজার শেয়ার বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান যাবে। এই শেয়ারের মূল্য তিন কোটি ১০ লাখ মার্কিন ডলার। এই অর্থের অধিকাংশ ব্যয় হবে নারীর ক্ষমতায়নে কাজ করছে এমন দাতব্য প্রতিষ্ঠান ও শেরিলের লিন ইন নামের একটি দাতব্য প্রতিষ্ঠানে। এছাড়াও শিক্ষা নিয়ে কাজ করছে এমন বেসরকারি সংস্থা ও দারিদ্র্য বিমোচন সংস্থাকে অর্থ সাহায্য করবেন শেরিল।