বিলাসবহুল স্মার্টফোন

তথ্যপ্রযুক্তি

 

2016_01_14_16_30_25_njBVxUTxjYtOQwx0ksQPewf0aC6qvK_original

 

 

 

 

 

ঢাকা: ফিনল্যান্ডের বিখ্যাত ফোন নির্মাতা প্রতিষ্ঠান ভার্চু এবং বেন্টলির যৌথ প্রযোজনায় ফোন বাজারে এলো বিলাসবহুল স্মার্টফোন ভার্চু সিগনেচার টাচ। এই প্রতিষ্ঠানে আপনি ইচ্ছে করলে আপনার মন মতো ফোন ডিজাইন করে নিতে পারবেন। ৮টি চামড়ার রঙ এবং ১৬ টি সেলাইয়ের ডিজাইন আপনি পছন্দ করতে পারেন। ফোনটির চার পাশ বেন্টলির চামড়া দিয়ে তৈরি। হটসপার সেলাইয়ের সঙ্গে বেন্টলির তৃতীয় প্রজন্মের লোগো রয়েছে এতে।

৫.২ ইঞ্চির এইচ ডি ডিসপ্লের সঙ্গে এই ফোনে রয়েছে ৪ জিবি র‌্যাম। ফোনটির স্ক্রিন রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেলের।  এতে  কোয়ালকমের অক্টা কোর  স্ন্যাপ ড্রাগন ৮১০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ৬৪ জিবি বিল্ট ইন মেমোরি রয়েছে। অতিরিক্ত মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনটির মেমোরি ২ টিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ফোনটি অ্যানড্রয়েডের ললিপপ ভার্সনে পরিচালিত হবে।

ভার্চু সিগনেচার টাচে ২১ মেগা পিক্সেল রিয়ার এবং সেলফি প্রেমীদের জন্য ২.১ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

সারাদিন ব্যাকআপের জন্য ফোনটিতে ৩১৬৯০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

ফোনটির লুকিং যেমন রাজকীয় তেমনিভাবে এর মূল্যটাও রয়েল। ফোনটির মূল্য ৯ হাজার ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ৭ লাখ টাকারও বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *