বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গনি আর নেই

Slider জাতীয়

 

2016_01_15_01_57_53_g51EneTjBHIoBreR4pW9a3f15vVW4T_original

 

 

 

 

 

 

ঢাকা : বর্ষীয়ান রাজনীতিক, সাবেক মন্ত্রী ও বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গনি আর নেই।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১৫মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নি লিল্লাহি ওয়া ইন্নে লিল্লাহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৯১বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

আরএ গণির ব্যক্তিগত সহকারী লেলিন  জানান, রাত সোয়া ১২টায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। রাতে মরদেহের গোসল শেষে স্কয়ার হাসপাতালে রাখা হবে।

লেলিন আরো জানান, বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে তার জানাজা এবং বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

নয়াপল্টন বিএনপি অফিসের সামনে বা সংসদ ভবন প্রাঙ্গণে জানাজার সময়ের বিষয়ে চূড়ান্ত কিছু জানাতে পারেননি তিনি।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতার মুত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন আত্নার মাগফিরাত কামনা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানিয়েছেন তার প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *