সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ‘ব্রিগেড গ্রুপ আক্রমণ’ শীরোনামে এই মহড়া শুরু হয় বেলা সাড়ে ১২টায়। সম্মুখ সমরে শত্রুবাহিনীর হাত থেকে কীভাবে ভূখণ্ড উদ্ধার করা হয়, সেই কৌশলের অনুশীলন করে দেখান সেনাবাহিনীর সদস্যরা।
মহড়া দেখার পর ৬৬ পদাতিক ডিভিশনের দরবারেও অংশ নেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শ্বশুরবাড়ি রংপুরের পীরগঞ্জে। তার স্বামী ওয়াজেদ মিয়ার কবরও সেখানে। তবে এই সফরে রংপুরে কোনো জনসভায় অংশ নিচ্ছেন না আওয়ামী লীগ সভানেত্রী।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ ও প্রেস সচিব ইহসানুল করিম রংপুরে শেখ হাসিনার সঙ্গে রয়েছেন।
রংপুর সফর শেষে বিকালে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।